জেলায় জেলায় ঘুরে বাসায় চুরি করেন চার বোন, অতঃপর...

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫১

সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি বাসায় চুরি করার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোসা. আকলিমা খাতুন (২২),  মুন্নি আক্তার (২০),  তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। তাদের মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুইজন তাদের চাচাতো ও ফুফাতো বোন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। তারা বিভিন্ন জেলায় ঘুরে চুরি করেন। এর আগেও তারা গ্রেফতার হয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, আটক চারজন বিভিন্ন জেলায় ঘুরেন। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢোকেন। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যান, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়।

ওসি বলেন, আজ (মঙ্গলবার) সকালে তারা উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়।  এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হন। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: