কবিরহাটে শারীরিক প্রতিবন্ধী মহিলার টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ

ইসমাইল হোসাইন রায়হান | ১০ আগষ্ট ২০২২, ০২:২৬

প্রতিবন্ধী নাছরিন আক্তারের হাতে উদ্ধারকৃত অর্থ তুলে দিচ্ছেন কবিরহাট থানার ওসি।

নোয়াখালীর কবিরহাট পৌরসভার ইন্দ্রপুরের শারীরিক প্রতিবন্ধী,নাছরিন আক্তারের ২০ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে কবিরহাট থানার পুলিশ।

সম্প্রতি প্রতিবন্ধী নাছরিন আক্তারের কুয়েত প্রবাসী ভাই, সাইফুল ইসলাম চিকিৎসার জন্য তাকে ২০ হাজার টাকা বিকাশে পাঠায়। বিকাশের টাকা পাঠানোর সময় ভূলবশতঃ অজ্ঞাতনামা ব্যক্তির বিকাশ নাম্বারে চলে যায়।

এ ব্যাপারে প্রতিবন্ধী নাছরিন আক্তার কবিরহাট থানায় একটি সাধারন ডায়রী (জিডি) করেন। যার নং- ৬২, তারিখ- ২ আগস্ট ২০২২ইং।

বিষয়টি নোয়াখালীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল ইসলাম (পিপিএম) নজরে আসলে,ঐ প্রতিবন্ধীর টাকা আদায়ের জন্য কবিরহাট থানা পুলিশকে দিক নির্দেশনা দেন। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এসআই এনামুল হক দিপু তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উক্ত টাকা উদ্ধার করে প্রতিবন্ধী মহিলা নাছরিন আক্তার কে বুঝিয়ে দেন।
প্রতিবন্ধী নাছরিন আক্তার টাকা বুঝে পেয়ে খুশি হন এবং পুলিশ সুপার সহ সকল পুলিশের জন্য আল্লাহর নিকট দোয়া করেন।
উল্লেখ্য, প্রতিবন্ধী নাছরিন আক্তার কবিরহাট পৌরসভার ইন্দ্রপুর, ৬নং পৌর ওয়ার্ডের মো: গোলাম মাওলা মেয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর