প্রতারণা থেকে সাবধান!

আফিফ আইমান | ১৭ জুলাই ২০২২, ১৪:১৫

সংগৃহীত

বাংলাদেশের সর্ববৃহৎ সুপারশপ চেইন "স্বপ্ন" এর নাম ভাঙ্গিয়ে কিছু অসাধু-চক্র নকল শপিং অফার/কুপন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে।

স্বপ্ন সুপারশপ কিংবা 14th Anniversary Celebration Limited Time Gift’ নামে কোনো ফ্রি শপিং অফার কিংবা গিফট কার্ডের প্রমোশন চলছে না!

এ ধরনের ভুয়া অফারের সাথে ‘স্বপ্ন’ এর কোন সংশ্লিষ্টতা নেই এবং অফারগুলোতে অংশ নিয়ে কিংবা লিংকে ক্লিক করে যেকোন ধরনের ক্ষতির সম্মুখীন না হবার জন্য সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করা হচ্ছে।

এই অসাধু কার্যক্রমের ফাঁদে পা দিয়ে কোনো ক্রেতা যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে স্বপ্ন কর্তৃপক্ষ কোনো দায়ভার নিতে পারবে না।

সর্বোপরি স্বপ্ন তার ক্রেতা সাধারণের স্বার্থ সংরক্ষণে সর্বদা সচেতন, তাই এসব অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে I



আপনার মূল্যবান মতামত দিন: