শ্বশুরের বিরুদ্ধে স্ত্রী-সন্তান আটকে রেখে মামলার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি | ৩০ জুন ২০২২, ০২:৪৬

আকাশ-শ্রাবনী দম্পত্তি-ফাইল ছবি

পটুয়াখালী জেলার গলাচিপা থানার মধ্যপাড়া ডাকুয়া গ্রামের যুগোল চন্দ্রশীলের ছেলে উত্তম কুমার আকাশের (৩০) সাথে পার্শ্ববর্তী পালের ডাঙ্গা গ্রামের রিপন বিশ্বাসের মেয়ে শ্রাবনীর সাথে গতবছর বিয়ে হয়। বর্তমানে ৭ মাসের একটি পুত্র সন্তান রয়েছে এই দম্পত্তির।

আকাশ মামলা সংক্রান্ত ঝামেলায় জেল হাজতে থাকাকালীন তার স্ত্রী শ্বশুর রিপন বিশ্বাসের জিম্মায় থাকে। আকাশ কারামুক্ত হয়ে যখন অন্তঃসত্ত্বা স্ত্রীর খোঁজ খবর নিতে শ্বশুর বাড়ি যান। সেই থেকেই শুরু হয় শ্বশুর কর্তৃক হামলা মামলা।

মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার লোভনীয় প্রস্তাব, ভয়ভীতি প্রদর্শন করে স্বামীর বিরুদ্ধে মামলা করার প্রস্তাব ব্যক্ত করলে মেয়ে তাতে রাজি হয়নি। মেয়েকে অনুকূলে নিতে না পেরে নিজেই বাদী হয়ে জামাইয়ের বিরুদ্ধে কোর্টে ধর্ষণ, অপহরণসহ একাধিক মামলা দায়ের করেন। শুরু হয় তাল বাহানা। শ্রাবনীর সাথে আকাশের যোগাযোগ বন্ধ করে দেয়।

স্থানীয় ও ইউপি সদস্য সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ একাধিক বার চেষ্টা করেও কেনো সুরহা করতে পারেনি। ভুক্তভোগী আকাশ বলেন, আমার স্ত্রী সন্তানকে আমার শ্বশুর আটকে রাখে। আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমার স্ত্রীকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রলোভন দেখায়।



আপনার মূল্যবান মতামত দিন: