কাদের মির্জার বিরুদ্ধে সাবেক চেয়ারম্যানকে চড় মারার অভিযোগ

সময় ট্রিবিউন | ৩ ফেব্রুয়ারী ২০২২, ১১:৫৭

কাদের মির্জা-ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ৬ নম্বর রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনছার উল্যাহকে চড় মারার অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মোস্তফা কাউন্সিলরের বাড়িতে এ ঘটনা ঘটে।

আনছার উল্যাহ অভিযোগ করে বলেন, বুধবার দুপুরে যুক্তরাষ্ট্র প্রবাসী ওবায়দুল হকের কুলখানিতে যাই। সেখানে মেয়র কাদের মির্জা রামপুরে তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহারের পক্ষে কাজ করার জন্য আমাকে বলেন। এতে অস্বীকৃতি জানালে মেয়র আমাকে চড়-থাপ্পড় মারেন। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’

এদিকে সাবেক চেয়ারম্যান আনছার উল্যাহকে লাঞ্ছিতের প্রতিবাদে সন্ধ্যায় বামনী বাজারে ঝাড়ু মিছিল বের করেন চেয়ারম্যান প্রার্থী কাদের মির্জার ভাগনে সিরাজিস সালেকিন রিমনের সমর্থকরা। তারা এ ঘটনার জন্য কাদের মির্জার বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে কাদের মির্জার বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: