শেরপুরের নালিতাবাড়ীতে কার্টুনে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার গাগলাজানি খরাঘাট ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাগলাজানি গ্রামের জেলে মুকুল হোসেন সকালে খরাঘাট ব্রিজের নিচে মাছ ধরছিল। মাছ ধরার একপর্যায়ে বেলা ১টার দিকে পানির নিচে কার্টুন সদৃশ্য বস্তু হাতে লাগলে সে কিছু একটা আছে ভেবে ডাঙায় তুলে নিয়ে আসে। পরে ওই কার্টুন খুললে দুই নবজাতকের মরদেহ দেখতে পায়। এসময় সে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের মরদেহ দুটি উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে কেউ মরদেহ দুটি ফেলে রেখে যায়। মরদেহ দুটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: