আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন সুনীল ছেত্রী।
আর্জেন্টিনার মেসির দেশের হয়ে গোল ৭২টি। ভারতের সুনীল ছেত্রী ভারত বাংলাদেশের ম্যাচে করেন ২টি গোল । ২-০ গোলে জয় পায় ভারত। সুনীল জাতীয় দলের হয়ে ৭২ গোলে আটকে ছিলেন। এবার তিনি মেসিকে পেছনে ফেলেছেন। ভারতের জার্সিতে বর্তমানে তার ৭৪ গোল টি।
মেসির চেয়ে ম্যাচও কম খেলেছেন সুনীম ছেত্রী। ভারতীয় অধিনায়ক যেখানে ১১৬ ম্যাচ খেলে করেছেন ৭৪ গোল, মেসির ৭২ গোল করতে খেলতে হয়েছে ১৪৩ ম্যাচ।
সবার উপরে রয়েছেন ইরানের আলি দায়ী, ১০৯ গোল তার। ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ১০৩টি ও অবস্থান দ্বিতীয়। ছেত্রী ১১৭ ম্যাচে ৭৪ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় ১১তম। মেসি সেখানে ১৪৩ ম্যাচে করেছেন ৭২ গোল।
আপনার মূল্যবান মতামত দিন: