ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বন্ধ হলো আনন্দমোহন কলেজের হোস্টেল

সময় ট্রিবিউন | ৫ ডিসেম্বর ২০২১, ১২:৫৫

আনন্দমোহন কলেজ-ফাইল ছবি

ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অনির্দিষ্ট সময়ের জন্য ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ছাত্র ও ছাত্রী হোস্টেল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটার মধ্যে ছাত্রদের এবং রোববার (০৫ ডিসেম্বর) সকাল আটটার মধ্যে ছাত্রীদের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাফসীর আলম রাহাত জানান, আনন্দমোহন কলেজকে মহানগর ছাত্রলীগের অধীনে না রেখে জেলা ছাত্রলীগের অধীনে রাখার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রাতে বিক্ষোভ করে কলেজ ছাত্রলীগ শাখা।

তিনি জানান, এরপর বহিরাগতদের মাধ্যমে জেলা ছাত্রলীগ তাদের ওপর চড়াও হলে দু’পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। পরিস্থিতি স্বাভাবিক করতে দু’পক্ষের সঙ্গে কথা বলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।



আপনার মূল্যবান মতামত দিন: