জাহাঙ্গীর কত দিন মেয়র পদে থাকবেন জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

সময় ট্রিবিউন | ২১ নভেম্বর ২০২১, ১৩:০২

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম-ফাইল ছবি

আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেয়র পদে বহাল থাকতে পারবেন কি না, এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘আইন সম্পর্কে আমি আপডেট না এখন। তিনি (জাহাঙ্গীর) তো এখন মেয়র আছেন। আইন দ্বারা তাঁকে ক্ষমতায়ন করা হয়েছে, কত দিন থাকবেন, সেটা আইন দ্বারা নিষ্পত্তি করা যাবে।’

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘মেয়র জাহাঙ্গীরের ব্যাপারে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা আমরা সবাই জানি। এখন মেয়র পদে থাকবে কি থাকবে না, বিষয়টি আইন পর্যবেক্ষণ না করে, আইন ভালোভাবে স্টাডি না করে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব না। আইন দেখে পরবর্তী সময়ে এ ব্যাপারে মন্তব্য করা হবে। মেয়র হিসেবে তাঁর ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সে নিয়ে আইনগত দিকগুলো দেখে তারপরে বলা যাবে।’



আপনার মূল্যবান মতামত দিন: