সরকার বিরোধী দলকে রাজনৈতিক সুযোগ-সুবিধা দেয় না

সময় ট্রিবিউন | ১৫ নভেম্বর ২০২১, ০৪:০৮

ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর বিএনপিকে নতুনভাবে সাজানোর কাজ শুরু করেছি। এ লক্ষ্যে ঢাকার ওয়ার্ডপর্যায়ে কর্মিসভা হচ্ছে। তবে সরকার আমাদের কর্মিসভাও করতে দেয় না। আমরা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে কথা বলেছিলাম। তবুও পুলিশ সভা-সমাবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বংশালে ঢাকা মহানগর দক্ষিণের অধীন ৩৫নং ওয়ার্ড বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় থাকার জন্য দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার বিরোধী দলকে কোনো ধরনের রাজনৈতিক সুযোগ-সুবিধা দেয় না। বিরোধী দলকে তারা ভয় পায়। সেজন্যই তারা রাতের বেলায় নির্বাচন করে। আওয়ামী লীগ একেবারে দেউলিয়া হয়ে গেছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।’



আপনার মূল্যবান মতামত দিন: