এই দেশে কোনো বিচার বিভাগ নেই : জাফরুল্লাহ

সময় ট্রিবিউন | ১৩ নভেম্বর ২০২১, ০৪:৫৬

ছবিঃ সংগৃহীত

আমরা সবাই পাগল হওয়ার পথে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে আমরা সাজা দিয়ে দিলাম। কিন্তু তাকে হাজির করার চেষ্টা করলাম না।’ 

শুক্রবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘শেকল ভাঙার পদযাত্রা’কে সংহতি জানিয়ে 

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন এ কথা বলেন।

বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণ মামলা রায় ঘোষণা নিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রভাবশালীরা প্রশাসনিক ক্ষমতার বাইরে, এ রায়ই তার প্রমাণ।’ 

‘এই দেশে কোনো বিচার বিভাগ নেই। এখানে কিছু লোকের খেলা চলছে, দুর্নীতি চলছে। এজন্য এই দেশের পরিপূর্ণ সংস্কার প্রয়োজন। তিন মাসের জন্য একটি জাতীয় সরকার দরকার, যেটি আপনারা নির্বাচন করবেন।’


আপনার মূল্যবান মতামত দিন: