সরকারের কোনো লাজ-লজ্জা আছে বলে মনে হয় না

সময় ট্রিবিউন | ১ নভেম্বর ২০২১, ০৪:২৮

ছবিঃ সংগৃহীত

আমাদের মিছিল-মিটিং থেকে সরকারের শিক্ষা নেওয়া দরকার। আমরা কী বলছি, কী বলতে চাই, সেখান থেকে কোনো কথা দেশের কাজে আসবে কি না, সেটা সরকারকে বুঝতে হবে। সমালোচনা করলেই সরকার গোস্বা করে, রাগ হয়। আর আমাদের ছেলেপেলেদের পেটায়। 

রোববার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে দাঁড়িয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ সরকারের কোনো লাজ-লজ্জা আছে বলে মনে হয় না। এত কথা, এত প্রতিবাদ, তাও এই সরকারের লাজ-লজ্জা হয় না। ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ খুন করছে, গুম করছে। কিন্তু এদেশের জনগণ এটা আর হতে দেবে না।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির হাজার হাজার কর্মী যে ডাকের অপেক্ষায় আছে, সেই ডাক দিলে এমন আন্দোলন হবে তাতে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। আপনাদের সকলকে ভয় উপেক্ষা করে সেই আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: