নুরের নতুন দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’

সময় ট্রিবিউন | ২৭ অক্টোবর ২০২১, ০৪:২৫

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর পল্টনের জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নুর। দলটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’।

ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নুরকে সদস্য সচিব করে দলটির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান-সাবেক নেতাদের রাখা হয়েছে।

বাংলাদেশ গণ অধিকার পরিষদ দলের স্লোগান হিসেবে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ নির্ধারণ করেছে। যেখানে দলের মূলনীতি ঠিক করা হয়েছে চারটি। এর মধ্যে আছে: গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: