আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা খতিয়ে দেখতে হবে: জি এম কাদের

সময় ট্রিবিউন | ২০ অক্টোবর ২০২১, ০৬:০৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের-ফাইল ছবি

সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবিলা ও পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন ব্যর্থ হলো, তা অবশ্যই খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

মঙ্গলবার বিকেলে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভায় জি এম কাদের এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, দুর্গাপূজায় কখনোই হামলার ঘটনা ঘটেনি, এখন কেন ঘটছে, তা-ও খতিয়ে দেখতে হবে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মুজিবুল হক বলেন, পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনকালে হিন্দু সম্প্রদায়ের ওপর কখনো হামলার ঘটনা ঘটেনি। ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ ও বিএনপি দেশ পরিচালনা করলেই সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান, মীর আবদুস সবুর, হাজী সাইফুদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার, লিয়াকত হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা সেলিম উদ্দিন, নূরুল আজহার, জহিরুল আলম, হেনা খান পন্নী প্রমুখ।

 


আপনার মূল্যবান মতামত দিন: