স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ দাবি করলেন ছাত্র জোট

সময় ট্রিবিউন | ১৯ অক্টোবর ২০২১, ২২:৩৬

ছবিঃ সংগৃহীত

পূজামণ্ডপে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অপসারণ দাবি করেছে প্রগতিশীল ছাত্র জোট।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ সমাবেশে থেকে এ দাবি জানানো হয়। এছাড়া সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত এবং মদদদাতাদের গ্রেফতার এবং বিচারের দাবিও জানানো হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবি জানিয়ে তারা বলেন, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে এমন একটি ঘটনা ঘটে গেছে, যেখানে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসনকে জানানোর পরও যথা সময়ে ঘটনাস্থলে তাদের পাওয়া যায়নি। তারা একটু সচেষ্ট থাকলেই এতগুলো ঘটনা ঘটতো না। তাই আমরা এসব হামলা-নির্যাতনের সাথে জড়িত ও মদদদাতাদের গ্রেফতার এবং বিচারের দাবির সাথে সাথে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীরও অপসারণের দাবি জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, একের পর এক সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। কুমিল্লা থেকে শুরু হয়ে নোয়াখালী, রংপুরসহ কয়েকটি স্থানে। এরকম একটা অবস্থার মধ্যে আমরা বসবাস করছি।  



আপনার মূল্যবান মতামত দিন: