বিএনপির কোনো আদর্শ নেই: হানিফ

সময় ট্রিবিউন | ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ-ফাইল ছবি

দল হিসেবে বিএনপির কোনো আদর্শ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে, জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মাহবুবুল আলম হানিফ বলেন, দল হিসেবে বিএনপির কোনো আদর্শ নেই তাই কঠোর আন্দোলনে না নামলে নেতাকর্মীদের দল থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, বিএনপি যখন ইচ্ছা কর্মীদের দল থেকে বের করে দিতে পারে, আবার যে কাউকে দলে নিতেও পারে। বিএনপি সরকারের সময়ে তাদের আশ্রয় প্রশ্রয়ে ক্ষমতালোভী জঙ্গী সংগঠনগুলো বেড়ে উঠেছিল, এখনও সেই চেষ্টা অব্যাহত আছে।

এসময় তিনি আরও বলেন, মানুষের মধ্যে সংস্কৃতির চর্চা কমে গেছে। আর এ সুযোগে ধর্মের নামে ভুল আর মনগড়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: