নির্দলীয় নিরপেক্ষ সরকার ও চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে আর কোন নির্বাচন হতে দেবে না বিএনপি।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের এই সভা।
শুধু আওয়ামী লীগ ক্ষমতায় যায়, এমন নির্বাচন প্রতিহতে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার জন্য আহবানও জানান তিনি।
এসময় বিএনপি মহাসচিব বলেন, দেশে নির্বাচন হতে হলে অবশ্যই নির্দলীয় সরকারের অধীন হতে হবে। তিনি আরও বলেন, 'রাতের আঁধারে নির্বাচন দখল করবেন সেই নির্বাচন বা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার মতো নির্বাচন বাংলাদেশে আর হবেনা। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে।'
সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য দরকার নেতাকর্মীদের ঐক্য। এসময় দলের কেউ বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমনের হুশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। আর বিএনপি প্রতিষ্ঠাতার কবর নিয়ে যারা কথা বলেছেন, তাদের সমালোচনা করেন দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
আপনার মূল্যবান মতামত দিন: