প্রধানমন্ত্রী প্রতিদিন অদ্ভুত অদ্ভুত মিথ্যা বলেন: রিজভী

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ০১:০৫

সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী প্রতিদিন অদ্ভুত অদ্ভুত মিথ্যা কথা বলেন। একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে তিনি যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।’

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মানব সেবা সংঘ নামের একটি সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার পর তৎকালীন বিএনপি সরকার লাশ গুম করেছিল।

এর জবাবে রিজভী বলেন, ‘গুম শব্দটি আমরা আগে শুনিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে গুম কি ও কত প্রকার তা জানতে পেরেছি। এই সরকারের আমলেই এ শব্দটি পরিচিতি পেয়েছে। বিএনপি সরকারের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবে না বর্তমান আওয়ামী লীগ সরকার।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির আমলে আপনি শেখ হাসিনা বলেছিলেন, যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে আপনি তার সঙ্গে নির্বাচনে গিয়েছিলেন। আর সেই থেকে জনগণ আপনার কথায় বিশ্বাস করে না।’

রিজভী বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনীর ও সরকারের অত্যাচারে রোহিঙ্গারা এ দেশে এসেছে চার বছর হলো। এই চার বছরে আপনি প্রধানমন্ত্রী তো তাদের ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারেননি। সুতরাং আপনার এই ধরনের বক্তব্য দেশের জনগণ কানাকড়িও বিশ্বাস করে না। আর আপনি (শেখ হাসিনা) বড় বড় কথা বলেন।’

করোনার টিকার বিষয়ে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘করোনার ক্ষেত্রে, টিকার ক্ষেত্রে, বৈশ্বিক মহামারির ক্ষেত্রে আপনি (শেখ হাসিনা) সম্পূর্ণভাবে ব্যর্থ। আওয়ামী লীগ একটা ক্ষেত্রে সফল হয়েছে। আর সেটা হলো দুর্নীতি করে নেতাদের পকেট ভারী করা। অন্য কোনো ক্ষেত্রে সফলতা নেই।’

সংগঠনের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: