আ.লীগ জনগণের আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে: ফখরুল

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ০০:৪৯

ফাইল ছবি

আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলে তারাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, জনগণের যে আশা-আকাঙ্ক্ষা ছিল সে আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে।

বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭২ সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধান বর্তমান সরকার কেটে-ছিঁড়ে তছনছ করে ফেলেছে। এই আওয়ামী লীগই ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকেও তারা গণতন্ত্রের ছদ্মবেশে এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ পরবর্তীকালে আওয়ামী লীগের হাতে বহু মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছেন। এখনো যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। যেমন মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে পরিকল্পিতভাবে মিথ্যাচার করে যাচ্ছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর নির্যাতন চালাচ্ছে ও আজকের সব আশা-আকাঙ্ক্ষা পদদলিত করে ফেলেছে।’

বিএনপি মহাসচিব অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।

তিনি বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মুখেই মুক্তিযুদ্ধের কথা বলে। প্রকৃতপক্ষে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না। তাই যারা নিজেদের মুক্তিযুদ্ধের একমাত্র ধারক মনে করে তারাই মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সেটাকে ধ্বংস করেছে। সত্যিকার অর্থেই যদি মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য কেউ কিছু করে থাকেন তাহলে সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। তারপরে তারই যোগ্য উত্তরসূরি আর একজন মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করেছেন। তিনিই প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিলেন। তখন মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য অনেকগুলো প্রজেক্ট করেছিলেন।’

এদিকে মঙ্গলবার সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বর্তমান ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠছে। তাদের এই উদ্দেশ্য পূরণে দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে’।


আপনার মূল্যবান মতামত দিন: