চলতি মাসেই কওমি মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামি আন্দোলন। তা না হলে দেশব্যাপী দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে হুশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বুধবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইসলামি আন্দোলন বরিশাল মহানগর শাখা আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে ইসলামি আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দেশে গণপরিবহন, বিপণিবিতানসহ সবকিছু স্বাভাবিক হলেও করোনা পরিস্থিতির কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা দুরভিসন্ধিমূলক চক্রান্ত।
ফয়জুল করীম বলেন, শতভাগ যাত্রী নিয়ে লঞ্চ, বাস, ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলছে। শপিং মল, সিনেমা হল, হোটেল-রেস্তোরাঁ স্বাভাবিক নিয়মেই চলছে এবং পর্যটনকেন্দ্রগুলোও খুলে দেওয়া হচ্ছে। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রাখার কোনো যুক্তি নেই।
সমাবেশে ফয়জুল করীম আরও বলেন, শিক্ষা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। অথচ দুঃখজনক হলেও এ অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করতে হয়।
ইসলামি আন্দোলনের বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ওবায়দুর রহমান, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: