টিকা সংগ্রহ ও বিতরণে সরকার ব্যর্থ: ফখরুল

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ২১:০৩

ফাইল ছবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়ে সরকার অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকা সংগ্রহ ও বিতরণে সরকার ব্যর্থ হয়েছে।

নিজেদের অপারগতা ঢাকতে বিএনপির প্রতি অভিযোগ করা হচ্ছে বলেও দাবি দলটির মহাসচিবের।

বিধিনিষেধ তুলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ উপেক্ষা করে সবকিছু খুলে দেওয়া হয়েছে।

লকডাউনে দরিদ্র মানুষদের খাবারের ব্যবস্থা করতে সরকার পারেনি বলেও দাবি করেন মির্জা ফখরুল।

এছাড়া তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ কেবল নতুন বড় বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত, যেন পকেট ভারী করতে পারে। জনমানুষের দিকে তাদের নজর নেই।

শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান দলের মহাসচিব।


আপনার মূল্যবান মতামত দিন: