বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিবে স্বেচ্ছাসেবক লীগ

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২১, ০৭:৫৬

ছবিঃ সংগৃহীত

মানবিক দিক বিবেচনায় অসুস্থ ও দরিদ্র রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (৫ এপ্রিল) সংগঠনটির দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈশ্বিক করোনা মহামারির সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে। এমতাবস্থায় করোনাসহ অন্যান্য রোগে আক্রান্ত রোগী ও মরদেহ বহনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লকডাউনের দ্বিতীয় ধাপে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১টায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকবেন- সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।



আপনার মূল্যবান মতামত দিন: