এমপি জাফরকে আ.লীগের পদ থেকে অব্যাহতি

সময় ট্রিবিউন | ১১ জুন ২০২১, ২০:৩০

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম-ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে অব্যাহতি দিয়ে কমিটির সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান সাংসদ জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এমপি জাফর আলমকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই চকরিয়ার বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ প্রদর্শন করেছে তার অনুসারীরা। তারা উপজেলার খুটাখালী, ডুলাহাজারা, ফাঁসিয়াখালী ভেন্ডীবাজার, থানার রাস্তার মাথা, জিদ্দাবাজার ও হারবাংয়ে বিক্ষোভ প্রদর্শন করে সড়কে টায়ার জ্বালিয়ে বেশ কিছু স্থানে বিক্ষোভ করেন।

এ বিষয়ে এমপি জাফর আলম বলেন, যে সিদ্ধান্তের কথা প্রচার পেয়েছে তা আমার হাতে আসেনি। তবুও গণমাধ্যমের বরাতে যা শুনছি এমনটি হলে এটি অরাজনৈতিক ও অসাংগঠনিক। অব্যাহতিরও কিছু সাংগঠনিক নিয়ম রয়েছে। সেটি পূর্ণ হলেই অব্যাহতির ঘোষণা দেয়া যায়।

 



আপনার মূল্যবান মতামত দিন: