রাজনীতিবিদ হিসেবেও জনপ্রিয় ছিলেন নায়ক ফারুক: কাদের

সময় ট্রিবিউন ডেস্ক | ১৬ মে ২০২৩, ২২:৪১

সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, অভিনেতার পাশাপাশি নায়ক ফারুক ছিলেন সক্রিয় রাজনীতিবিদ। মানুষের কাছে নায়কের পাশাপাশি রাজনীতিবিদ হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি।

আজ মঙ্গলবার (১৬ মে) সকাল ১১টায় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, নায়ক ফারুক তার অভিনয়ের জন্য খুব জনপ্রিয় ছিলেন। ৭১ সালে উজ্জ্বল পেশাজীবনের কথা চিন্তা না করে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন নায়ক ফারুক।

তিনি আরও বলেন, তার জীবনের বেশ কয়েকটা সিনেমা আমার ভালো লেগেছে আর তিনি ভালো লাগার মতোই অভিনয় করেছেন। তিনি একদিকে নায়ক, আরেকদিকে রাজনীতিবিদ ছিলেন।

এসটি/এসকে 



আপনার মূল্যবান মতামত দিন: