জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, রাজনীতিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণদের মধ্যে থেকে সৎ, যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। যাতে তারা আগামীতে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে।
রাজধানীর মালিবাগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এনডিএম সকল রাজনৈতিক দলের সঙ্গে আছে তবে অন্যায়ের সাথে আপোষ করবে না এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এনডিএম।
বুধবার (১০ আগষ্ট) বিকালে এনডিএম এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলন এই বিশেষ সভার আয়োজন করে।
সভায় জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নূরুজ্জামান হিরা। ছাত্র আন্দোলনের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রাকিব আহম্মেদ তৌফিক, অনিক আশরাফ, জুবায়ের চৌধুরী যুব দপ্তর সম্পাদক, মাসুদ রানা, কাওছার আহমেদ রাজ, মোঃ সজীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শফিকুলসহ ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয় আরাফাত মিল্টনকে।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুফতি শেখ ফরিদ।
আপনার মূল্যবান মতামত দিন: