বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

মোশতাক আহমেদ শাওন | ২৮ জুলাই ২০২২, ০৪:০৭

সংগৃহীত

নারায়ণগঞ্জে আড়াইহাজার থানা পুলিশের দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ—আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৬ নেতা—কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

বুধবার (২৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমানের আদালত তাদের বিরুদ্ধে এ চার্জ গঠন করেন।বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং —৪৮ /১৯। পরবর্তী চার্জ গঠনের শুনানি আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

এসময়ে মামলার আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ—সভাপতি এড. খোরশেদ আলম মোল্লা, সহ— সভাপতি এড. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক এড. কামাল হোসেন মোল্লা।

মামলায় যাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, তারা হলেন— নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সিনিয়র সহ—সভাপতি মতিউর রহমান মতি, সহ— সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, আজহারুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক মাসুম শিকারীসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৬ জন নেতাকর্মী।

এছাড়াও আদালতে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরে এলাহী সোহাগ, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ—সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন প্রমুখ।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: