বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদনে আজই মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য খালেদা জিয়ার পরিবার যে আবেদন করেছে সে বিষয়ে আজই (বুধবার) আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ।
মন্ত্রী আরো বলেন, তার পরিবার আরেকটা দরখাস্ত করেছেন, মেয়াদ বৃদ্ধির। সে দরখাস্ত আমার কাছে আসছে। আমরা মতামত পাঠিয়ে দেব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে সেই সিদ্ধান্ত জানতে পারবেন ।
কবে নাগাদ সিদ্ধান্ত জানা যাবে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আজই যাবে ইনশাল্লাহ।
খালেদা জিয়ার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া কী হবে জানতে চাইলে তিনি বলেন, এমনিতে আইনি মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে তা প্রধানমন্ত্রীর কাছে যায়। তবে আমার মনে হয় না এটা আর প্রধানমন্ত্রীর কাছে যাবে। কারণ গতবার যেটা দিয়েছিলাম, সেটা প্রধানমন্ত্রীর কাছে যায়নি।
এ নিয়ে মোট পঞ্চমবারের মত খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হল। সর্বশেষ গত সেপ্টেম্বরে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় সরকার। ২৪শে মার্চ সেই মেয়াদ শেষ হবে।
আপনার মূল্যবান মতামত দিন: