মির্জাপুরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগ থেকে বহিষ্কার ৬

টাঙ্গাইল প্রতিনিধি | ২৫ ডিসেম্বর ২০২১, ০২:২৩

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের ৬ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পঞ্চম ধাপে নির্বাচনে মির্জাপুরে ৫ জানুয়ারি ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে। ভোটগ্রহণের ১২ দিন আগে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো। 

উপজেলার তিন ইউনিয়নের বহিষ্কৃত নেতারা হলেন— আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু হেনা মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মহেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাদশা মিয়া, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের (প্রস্তাবিত কমিটি) সদস্য মো. হেলাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত কমিটি) মো. লাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. শামছুল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় ছয় বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: