বাংলাদেশি শিক্ষার্থীদের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

সময় ট্রিবিউন | ২৩ ডিসেম্বর ২০২১, ০৫:৩৯

বেনাপোল বন্দর-ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে ভারতে পড়ুয়া স্টুডেন্ট ভিসাধারী বাংলাদেশি শিক্ষার্থীদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মীর মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন

মীর মুজিবুর রহমান জানান, ওমিক্রন সংক্রমণ রোধের কথা বলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।

তিনি আর জানান, যেসব শিক্ষার্থীদের সামনে পরীক্ষা আছে, উপযুক্ত প্রমাণ দিতে পারলে শুধুমাত্র তাদেরকেই প্রবেশ করতে দিচ্ছে পেট্রাপোল ইমিগ্রেশন। ভারত থেকে যেসব শিক্ষার্থী বাংলাদেশে প্রবেশ করছে তাদের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই। এ ছাড়া যেকোনও ভিসায় ভারত-বাংলাদেশ যাতায়াতে বাংলাদেশ সরকারের কোনও নিষেধাজ্ঞা দেয়নি।


আপনার মূল্যবান মতামত দিন: