পেশা যাইহোক রবি আমার বাল্যবন্ধু: মাশরাফি

সময় ট্রিবিউন | ২২ ডিসেম্বর ২০২১, ০০:২০

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে ক্রিকেট দলের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যার শৈশব কেটেছে নড়াইলে। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরে বর্তমানে জনপ্রতিনিধি হিসেবেই মানুষের সেবা করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাশরাফির একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তার বাল্যবন্ধু রবি জুতা সেলাই করছেন। হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্প করছেন মাশরাফি।

নড়াইল শহরে জুতা সেলাইয়ের কাজ করে রবি। শহরের চৌরাস্তায় দাঁড়িয়ে রবির নাম বললে, একনামে সকলেই তাকে চিনবে। একটি মেহগনী গাছের নিচে বসে সকাল থেকে রাত অবদি অন্যের পায়ের জুতা-স্যান্ডেল সেলাই বা পালিশ করেই যার নিজের এবং পরিবারের অন্যদের পেট চলে। সেই বন্ধুর সঙ্গেই সময় পেলে আড্ডায় মেতে উঠেন মাশরাফি।

এ বিষয়ে রবি বলেন, ‘আমি মুচি, জুতা স্যান্ডেলের কাজ করি চুরি তো করি না। আমা’র বন্ধু মাশরাফি এমপি ও ক্রিকেট তারকা। সে যতটা পারে আমাদের সাহায্য করে। সে নড়াইলে আসলে আমার সঙ্গে দেখা করে। তেমনি শনিবারও এসেছিল। কে বা কারা ছবি তুলে ফেসবুকে দিয়েছে। এজন্যই এতো আলোচনা সমালোচনা। মাশরাফির সঙ্গে আমার বন্ধুত্ব আজীবনের।’

মাশরাফির আরেকজন বন্ধু সুমন। পেশায় ঝাড়ুদার। মাশরাফির পুরাতন বন্ধুদের মধ্যে একজন একসাথে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব সময় পাশে থাকতেন। মাশরাফি নড়াইলে আসলে বা ঢাকায় থাকলেও, সকলের সাথে যোগাযোগ রাখেন। সময় পেলেই চলে আসে নড়াইলে। সুমন বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা একসাথে চলাফেরা, খেলাধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমা’দের মতো মানুষের সাথে না মিশলেও তো পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমা’দের সাথে যোগাযোগ করে, তবেই আসবে।’

এ বিষয়ে মাশরাফি বলেন, ছোটবেলায় যাদের সঙ্গে খেলা করে চিত্রা নদীতে সাঁতার কেটে বড় হয়েছি তারা আমার বন্ধু। তারা যে পেশায় থাকুক তাতে কী আসে যায়।


আপনার মূল্যবান মতামত দিন: