কার্ডে বিল পরিশোধ করলেই মিলছে অফার

সময় ট্রিবিউন | ২৮ এপ্রিল ২০২১, ১৯:৩০

ফাইল ছবি

আসন্ন ঈদকে সামনে রেখে ব্যাংকগুলো তাদের কার্ডধারীদের জন্য কেনাকাটার উপর বিশেষ অফারের ব্যবস্থা করেছে। নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি গ্রাহকদের দিচ্ছে ঈদ উপহার।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) প্রতিবারের মত এবারও রোজার ইফতার ও ঈদ কেনাকাটায় কার্ড হোল্ডারদের ৮০০টির মত পার্টনার মার্চেন্টে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে। স্বপ্ন, আগোরাসহ বিভিন্ন সুপারশপে ১২ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। পাশাপাশি আড়ং ও এপেক্সে ২০ শতাংশ নগদ মূল্য ছাড় পাচ্ছেন গ্রাহক।

এছাড়া রমজান উপলক্ষে ইফতার ও ডিনারে বাই ওয়ার গেট ওয়ান অর্থাৎ একটি পণ্য কিনলে একটি ফ্রি সুবিধাসহ নগদ মূল্য ছাড় দেওয়া হচ্ছে। ওয়েস্টিন, রেডিসন ব্লু, আমারি ঢাকাসহ নামিদামি সব হোটেলেই এ অফার রয়েছে বলে জানান ইউসিবি এ কর্মকর্তা।

ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের কেনাকাটায় ক্রেতাদের নগদ মূল্য ছাড়ের পাশাপাশি আকর্ষণীয় সব অফার দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে প্রতিষ্ঠানগুলো।

এর মধ্যে ঈদ ও রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য, দেশীয় ফ্যাশন হাউস কিংবা খাবার ক্রয়ে কার্ডহোল্ডার গ্রাহকের জন্য আকর্ষণীয় অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক। প্রায় ২৫০টিরও অধিক পার্টনার মার্চেন্টের সঙ্গে অংশীদারিত্বে ব্র্যাক ব্যাংক দেশের প্রধান জেলাগুলোতে এক হাজারেরও বেশি আউটলেটে এই অফারের সুযোগ দিয়েছে।

এছাড়াও ৮০টির অধিক অনলাইন মার্চেন্টে গ্রাহকরা পাবেন বিশেষ ছাড় এবং নগদ ক্যাশব্যাক অফারসহ বাড়ি থেকে সহজেই ঈদের বিশেষ কেনাকাটার সুযোগ। ক্যাশব্যাক অফারে রয়েছে ১৫ শতাংশ ছাড়। লাইফস্টাইল অফারে ব্র্যান্ডসহ ৯৫টিরও অধিক আউটলেটে রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া জুয়েলারি শপগুলিতে ৪১ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।  এছাড়া আরও ৫০টির বেশি স্বনামধন্য রেস্তোঁরায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ব্র্যাক ব্যাংকের গ্রাহক।

বনানীর প্রিয় জেনারেল স্টোরে ৫০ শতাংশ ছাড় পাচ্ছেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের কার্ড হোল্ডাররা। বাংলার মেলা, নাবিলা, জারা, অন্য মেলা, নিপুন, রঙ, ভাইব্রেন্ট সহ লাইফস্টাইল অফারে ১০০টির মত ব্র্যান্ড সপে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড় দিয়েছে ব্যাংকটি।

ব্যাংক এশিয়া তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের কেনাকাটায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। পোশাক জুয়েলারি অনলাইন শপিং, বিমানের টিকিট, হোটেল রেস্তোরায় খাওয়াসহ লাইফস্টাইলের ৪০ প্রতিষ্ঠানে কেনাকাটার উপর ৭ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন দি সিটি ব্যাংকের কার্ড হোল্ডাররা।

প্রাইম ব্যাংকের ভিসা কার্ড ও মাস্টার কার্ড হোল্ডারদের জন্য করোনায় অনলাইন কেনাকাটায় ২৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে। চলতি বছরের ১৪ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত এ অফার পাবেন গ্রাহকরা।  আড়ং, এপেক্স, হাতিল ও স্যামসাং পণ্য কেনাকাটায় ১০ শতাংশ ক্যাশব্যাক অফার।

রমজানে লাইফস্টাইল বিউটি ও জুয়েলারি পণ্য কেনাকাটায় বিশেষ অফার দিয়েছে ইস্টার্ন ব্যাংক। ৫০টি বেশি আউটলেটে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন ইবিএল কার্ড হোল্ডাররা।

ডাচ বাংলা ব্যাংক তাদের ডেবিট ও ক্রেডিট কার্ড কার্ডধারীদের জন্য ফাইভ স্টার হোটেলে রমজান উপলক্ষে ইফতার ও ডিনারে বাই ওয়ার গেট ওয়ান অফার দিয়েছে। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানে ১০ থেকে ১৫ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে পাশাপাশি অনলাইন কেনাকাটায় ৫ থেকে ১০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া করোনায় ক্যাশলেস লেনদেনে উৎসাহ দিতে ডিজিটাল লেনদেনে চার্জ ফ্রি রাখা হয়েছে।

মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ দারাজ, আজকের ডিল, সেবা এক্স ওয়াই জেড, পিকাবু, ট্রেন্ডি ট্র্যাকার, লেইস ফিতা, দ্য মল, বই বাজার, সাদ মার্ট, এয়ার ব্রিংআর, পেঙ্গুইন ডটকম, ডায়াবেটিস স্টোর, রমণী, বিডি শপের পেমেন্ট বিকাশ করলে ১০ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
  1. নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
    নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
  1. শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
    শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
  1. নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা
    নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা