রাষ্ট্রের উন্নয়ন অব্যাহত রাখতে রাজস্ব অপরিহার্য

সময় ট্রিবিউন | ১১ ডিসেম্বর ২০২১, ০২:১৩

ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, রাষ্ট্র পরিচালনাসহ রাষ্ট্রের উন্নয়ন অব্যাহত রাখতে রাজস্ব একটি অপরিহার্য উপাদান।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

শুক্রবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২১ উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রের নানা ব্যয় নির্বাহ এবং উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য যে অর্থের প্রয়োজন তার সিংহভাগ আসে অভ্যন্তরীণ রাজস্ব হতে। আর এই রাজস্বের অন্যতম উৎস হচ্ছে ভ্যাট। যথাসময়ে ভ্যাট আহরণ নিশ্চিত করতে ভ্যাট আহরণকারী সব স্তরের রাজস্ব কর্মী ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।

ভ্যাট প্রদানে জনগণকে উৎসাহিত করার পাশাপাশি ভ্যাট প্রদান পদ্ধতি সহজ করার জন্য সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আধুনিক তথ্যপ্রযুক্তির আওতায় এনেছে বলে জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।



আপনার মূল্যবান মতামত দিন: