শ্বাসকষ্টে ভুগতে থাকা এক রিকশাচালকের স্ত্রীর ঘরে অক্সিজেন পৌঁছে দিলো পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফোন করলে সেই রোগীর বাসাতেই বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেয় ডবলমুরিং থানা পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, রোগী জুলেখা (৪০) একজন হৃদরোগী। কিন্তু সাড়ে ৯টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। ডাক্তার অক্সিজেন দেওয়ার পরামর্শ দেয়। গরিব রিকশা চালক খলিল মিয়ার অক্সিজেন কেনার সামর্থ্য নেই। তাই একজনের কাছ থেকে তথ্য পেয়ে আমাদের কাছে ফোন দেন। আমরা সাথে সাথেই অক্সিজেন সিলিন্ডার আগ্রাবাদ নাজিরপুল ওমর খানের ভাড়াঘরে পৌঁছে দিই। রোগী বর্তমানে সুস্থ আছেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: