বাবা-মা'র কবরের পাশে চির নিদ্রায় শায়িত মুনিয়া

সময় ট্রিবিউন | ২৮ এপ্রিল ২০২১, ০৫:৩২

মোসারাত জাহান মুনিয়া-ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বাদ আসর জানাযার নামাজ শেষে নগরীর টমছমব্রিজ কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে এদিন বিকেল সাড়ে ৪ টায় নগরীর উত্তর বাগিচাগাঁও এলাকার অরণি হাউজের সামনে আসে মুনিয়ার মরদেহ বহন করা গাড়ি। সেখানে অপেক্ষমান স্বজনরা লাশের গাড়িতে এক পলক দেখেন মুনিয়াকে, জানান শেষ বিদায়।

পরে সেখানে কান্নারত কন্ঠে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বলেন, আমার বোনকে মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমি মামলা করেছি। আসামিকে দ্রুত গ্রেফতার দাবি জানাই। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

গতকাল রাজধানীর গুলশানের ১২০ নম্বর রোডের একটি বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। মুনিয়া রাজধানীর একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করতেন।



আপনার মূল্যবান মতামত দিন: