শান্তির মূল মন্ত্রই সাম্য: পুতুল

সময় ট্রিবিউন | ৬ ডিসেম্বর ২০২১, ০৩:৫৮

ছবিঃ সংগৃহীত

শান্তি স্থাপনে উন্নয়ন প্রক্রিয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সবার অধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল।

রোববার (০৫ ডিসেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব শান্তি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শান্তির মূল মন্ত্রই হলো সকলকে নিয়ে সাম্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া। বর্তমান বিশ্বে একে অন্যকে আরও কাছে নিয়ে আসতে হবে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের সদস্যরা নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বলে জানান সায়মা ওয়াজেদ। 

সচেতনতা বৃদ্ধি ও তথ্য সরবরাহের মাধ্যমে এ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে বলেও জানান অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর