পাকিস্তান ক্রিকেট টিমের বিরুদ্ধে মামলা করলেন মুক্তিযুদ্ধ মঞ্চের মামুন

সময় ট্রিবিউন | ২৬ নভেম্বর ২০২১, ০২:০৯

ছবিঃ সংগৃহীত

আজ ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় টায় ঢাকার সিএমএম-২ কোর্টে বাংলাদেশের পতাকা বিধি লঙ্ঘনের অপরাধে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল মামুন।

মামলায় পাকিস্তান ক্রিকেট টিমের কোচ সাকলায়েন মোস্তাক, ম্যানেজার মনসুর রানা, টিম ক্যাপ্টেন বাবর আজম সহ ২১ জনকে আসামী করা হয়েছে।

মামলায় বলা হয়, জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ এ সুস্পষ্টভাবে বিদেশী পতাকা ব্যবহার সম্পর্কে আইন রয়েছে। ১৯৭২ সালের পতাকা আইনের ৯ এর ৪ উপবিধিতে বলা হয়েছের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট অনুমোদন ব্যতিত বিদেশী রাষ্ট্রের পতাকা কোন গাড়িতে বা ভবনে উত্তোলন করা যাবে না।

অভিযোগে আল মামুন উল্লেখ করেন, গত ১৫ নভেম্বর, ২০২১ তারিখে শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামের ভূমির উপরে পাকিস্তানি পতাকা স্থাপন করে ও উড়িয়ে পাকিস্তান ক্রিকেট টিম বাংলাদেশের জাতীয় মর্যাদাকে আঘাত করেছে, জাতীয় মনোবল ও জাতীয় সংহতিকে দুর্বল করার অপপ্রয়াস চালিয়েছে যা দন্ডনীয় অপরাধ।

আল মামুন আরও উল্লেখ করেন, একাত্তুরে যে দেশে গণহত্যার উৎসব চালিয়েছিল পাকিস্তানী হানাদাররা স্বাধীনতার পঞ্চাশ বছরে এসে সেদেশের ভূমিতে ঘাতকের পতাকা উড়ানো তামাশারই শামীল।

মামলার অন্য বাদীরা হচ্ছেন- আমিনুল ইসলাম বুলবুল, সভাপতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটি এবং রোমান হোসেন, সহ-সভাপতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটি।



আপনার মূল্যবান মতামত দিন: