শেখ হাসিনাকে ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সময় ট্রিবিউন | ২৩ নভেম্বর ২০২১, ১৪:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার ভূষিত, বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংকট মোকাবিলায় বিশ্বের প্রভাবশালী পাঁচ শীর্ষ নেতার স্বীকৃতি পাওয়ায় ও জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

গত রোববার (২১ নভেম্বর) অনুষ্ঠিত ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়েছি। কিছু দিনের মধ্যে এ বিষয়ের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হবে। তিনি যদি সম্মতি দেন তবে পরবর্তীতে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন: