ঢাবির শতবর্ষপূর্তিতে গাইবেন শ্রীকান্ত

সময় ট্রিবিউন | ২৩ নভেম্বর ২০২১, ০৯:৫৪

শ্রীকান্ত আচার্য-ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংগীত পরিবেশন করবে ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য।

আয়োজিত ৪ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যায় তিনি সংগীত পরিবেশন করবেন।

অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে শ্রীকান্ত আচার্য ছাড়াও সংগীত পরিবেশন করবেন- ফরিদা পারভীন, ফাতেমা তুজ জোহরা, সামিনা চৌধুরী ও সৈয়দ আব্দুল হাদী।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আয়োজক কমিটি সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সংগীত বিভাগ। একক আবৃত্তি পরিবেশন করবেন আসাদুজ্জামান নূর।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের আয়োজনে থাকছে নৃত্য পরিবেশনা।



আপনার মূল্যবান মতামত দিন: