কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২৬ এপ্রিল ২০২১, ০৭:২৫

ছবিঃ সংগৃহীত

করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টগুলোকে আরও কঠোর হতে নির্দেশনা দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

আজ রবিবার (২৫ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন এর নেতৃত্ব কেরানীগঞ্জের কদমতলী, গোলামবাজার ও চুনকুটিয়াসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় বেশ কয়েকজনকে স্বাস্থ্যবিধি না মানায় ও মাক্স ব্যবহার না করায় ১০০ থেকে ৩০০ টাকা জরিমানা করা হয় এবং বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিতে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

সানজিদা পারভীন জানান, করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি কিছু জরিমানা করা হয়েছে।করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনসচেতনতায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মূল্যবান মতামত দিন: