জনগণ না চাইলে জোর করে ক্ষমতায় যাওয়ার দরকার কি?

সময় ট্রিবিউন | ১৯ নভেম্বর ২০২১, ০২:২৩

ছবিঃ সংগৃহীত

নির্বাচনে যেই দাঁড়াক, জনগণ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে। জনগণ না চাইলে জোর করে ক্ষমতায় যাওয়ার দরকার কি? আর জোর করে জনপ্রতিনিধি হয়ে সেবা করার দরকার কি? এসব করে মানুষের মন জয় করা যায় না।  

বুধবার (১৭ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। 

রাষ্ট্রপতি বলেন, কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে ১৪-১৫ বছরের ছেলেরা। তারা স্কুল-কলেজের মেয়েদের ইভটিজিং করে। দিন দিন শহরের পরিবেশ খারাপ করে দিচ্ছে। এদের বিষয়ে অভিভাবকদের খোঁজ নিতে হবে।

তিনি বলেন, তারা কোথায় যায়, কি করে? পৌরসভার মেয়র ও কাউন্সিলররা এ ব্যাপারে উদ্যোগ নিতে পারেন। তারা প্রতিটি ওয়ার্ডে কিশোর গ্যাং প্রতিরোধে স্থানীয় লোকজনদের নিয়ে কমিটি করে কাজ করতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন: