টানা ১১ দিন পর খুলল শপিংমল

সময় ট্রিবিউন | ২৫ এপ্রিল ২০২১, ২০:৩২

ফাইল ছবি

অতিমারি করোনা ভাইরাস রোধ করতে বন্ধ রাখা হয়েছিলো দেশের সব শপিংমল। আসন্ন রোজার ঈদকে কেন্দ্র করে টানা ১১ দিন বন্ধ থাকার পর আবারও খুলে দেয়া হয়েছে সেসব। রোববার সকাল ১০টা থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে শপিংমল ও দোকানপাট। বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে এগুলো।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শুরুতে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। পরে তা শিথিল করে শুধুমাত্র সিটির মধ্যে সীমিত আকারে যান চলাচল ও নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয় শপিংমল ও দোকানপাট।

আবার সংক্রমণ বাড়ায় ১৪ এপ্রিল থেকে সাতদিনের বিধিনিষেধ আরোপ করা হয়। পরে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশক্রমে এর মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


আপনার মূল্যবান মতামত দিন: