দুু'মুঠো ভাত চাই - নাঈম মৃধা

নিউজ ডেস্ক | ২৫ এপ্রিল ২০২১, ০৮:৩০

ছবিঃ সংগৃহীত

দুু'মুঠো ভাত চাই

নাঈম মৃধা

দু'মুঠো ভাত চাই সাথে এক চিমটি লবণ,আর দু'টো কাঁচামরিচ।

নাজিরা-বাজারের হাজী বিরিয়ানির লোভ নেই আমার।

আমি চাই,শুধুমাত্র দু'মুঠো ভাত।

বগুড়ার দই , ভেজাচিঁড়া,কলার সংমিশ্রণ খেতে,ইচ্ছে হয় না কখনো ।

দেখিনা স্বপ্ন , দক্ষিণ এশিয়ার জনপ্রিয় মিষ্টান্ন, কুমিল্লার রসমালাই ভোজ্যের।

চাই না করতে আহার- পোড়াবাড়ির চমচম,মুক্তাগাছার মন্ডা।

আমি চাই, শুধুমাত্র দু'মুঠো ভাত।

আমার নেই-শীতের সকালে , চায়ের চুমুকে বাখরখানির মোহ।

নেই, বাটার মিশ্রিত উষ্ণ নান রুটি, গ্রীল,কাবাব ভোজনের কামনা।

চাই না করতে ভূরিভোজন-কে,এফ,সি'র রঙিন আলোয় -পাস্তা ,পিৎজ্জা,ফ্রেঞ্চফ্রাই ।

শুধুমাত্র,দু'মুঠো ভাত চাই ,তাতেই ক্ষুধার জ্বালা মিটবে আমার।

আপেল-কমলা,আঙ্গুর- মালটা, কিচ্ছু চাই না।

চাই না,উত্তপ্ত রৌদ্রস্নান শেষে , ফলের জুসে তৃপ্তি।

দু'মুঠো ভাত পেলে, আর কিচ্ছু চাই না। শুধুমাত্র দু'মুঠো ভাতের নিশ্চিয়তা চাই।



আপনার মূল্যবান মতামত দিন: