ফকির কান্দি ছাত্র ফোরামের উদ্যোগে ইফতার বিতরণ

নিউজ ডেস্ক | ২৫ এপ্রিল ২০২১, ০৬:৪৫

ছবিঃ সংগৃহীত

প্রতি বছরের ন্যায় এবারও ফকির কান্দি ছাত্র ফোরাম হত দরি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ আয়োজন করেছে । গত ২৩ এপ্রিল ২৫ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। অত্র ফোরামের সভাপতি এম জে জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ মমিন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং দপ্তর সম্পাদক মোঃ নুর হোসেনের উপস্থাপনায় ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন সম্পন্ন হয়৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমউদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রুহুল আমিন। এবং সভাপতির বক্তব্যে রাখেন মাওলানা রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও প্রধান অতিথির বক্তব্যে রাখেন অত্র ফোরামের সহ-সভাপতি মোঃ সোহাগ খন্দকার। আরো বক্তব্য রাখেন অত্র ফোরামের অর্থ সম্পাদক মোঃ আল আমিন খন্দকার। আরো বক্তব্য রাখেন সহ অর্থ সম্পাদক রাজিবুউল্লাহ রাজিব। আরো উপস্থিত ছিলেন অত্র ফোরামের সহ সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মৌলভী,সহ দপ্তর সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাকিব
ও সহ প্রচার সম্পাদক মোঃ ইমন।

প্রধান অতিথির বক্তব্যে সহ সভাপতি মোঃ সোহাগ খন্দকার বলেন," সাম্প্রতিক সময়ে দ্বিতীয় ধাপে হঠাৎ করোনাভাইরাস বৃদ্ধি পেয়েছে যে কারণে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনায় লকডাউনের ফলে খেটে খাওয়া দিন মুজুর অনেক মানুষ কর্মহীন হয়ে পরেছে। কর্মহীন ও খেটে খাওয়া মানুষের কিছুটা কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। "
এছাড়াও তিনি উপস্থিত সবাইকে মাস্ক পরিধান করা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার উপদেশ দেন।

উল্লেখ্য, ফকির কান্দি ছাত্র ফোরাম একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। ফকির কান্দি ছাত্র ফোরামের উদ্দেশ লক্ষ্য হচ্ছে, অসহায়, দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের অর্থিক সহায়তা করে ঝড়ে পরা রোধ করা । সমাজের অসহায় দরিদ্র মানুষের মাঝে আর্থিক ও সার্বিক সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ানো। নারী নির্যাতন ও যৌতুকে প্রতিরোধে কাজ করা। সচেতন করা সমাজের নানা তুলে ধরা।



আপনার মূল্যবান মতামত দিন: