জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

সময় ট্রিবিউন | ২৯ অক্টোবর ২০২১, ০৫:৫৪

ছবিঃ সংগৃহীত

অনেকটাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি দীর্ঘদিন ধরে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে। কিন্তু নিস্তেজ অবস্থায় আছেন তিনি। অনেকটাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এ তথ্য জানান।

রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি বলেন, চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেওয়া হবে। চিকিৎসকরা বলেছেন, বেগম রওশন এরশাদ মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছেন।

বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করেন গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, সব ধর্মের মানুষ এদেশে ভাই-ভাই হিসেবে বসবাস করেছে। কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে দেশের সম্প্রীতি বিনষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: