রাজনীতি নিয়ে ব্যবসা ঘৃণা করি : কাদের

সময় ট্রিবিউন | ২৯ অক্টোবর ২০২১, ০০:৫২

ছবিঃ সংগৃহীত

ইউপি নির্বাচনে কী যে অবস্থা! যার সঙ্গে তার বনবে না, তাকে বলবে রাজাকারের ছেলে। অথবা বলবে রাজাকারের নাতি বা শান্তি কমিটির সদস্য ছিল তারা। পার্টি অফিসে এসব অভিযোগের স্তূপ হয়ে গেছে।  

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেন, আমরা সবই অনুসন্ধান করি এবং প্রকৃত লোকদেরই দেওয়ার চেষ্টা করি। এর মধ্যেও কিছু ভুল হয়। আমরাও মানুষ। কিন্তু দুর্ভাগ্য হলো, আমাদের কিছু নেতা নিজের লোভ খোঁজে। অভিযোগের বিষয়গুলো বড়ই বেদনার।

ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়ীরা রাজনীতি করতে পারেন। তবে রাজনীতি নিয়ে ব্যবসা ঘৃণা করি। রাজনীতিকে যখন ব্যবসার হাতিয়ার করা হয় সেটা তখন রাজনীতিও থাকে না ব্যবসাও থাকে না। এ দেশে অনেকে ব্যবসা না করেও রাজনীতিবিদ হয়ে ব্যবসায়ী হয়ে যান।



আপনার মূল্যবান মতামত দিন: