রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা 

সানোয়ার হোসাইন, সাভার | ২৪ এপ্রিল ২০২১, ২১:০৪

ছবিঃ সংগৃহীত
রানা প্লাজা ট্র‍্যাজিডির ৮ বছর পূর্তিতে নিহত ও আহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠন এবং তাদের আত্মীয় স্বজন। শনিবার সকাল থেকেই সাভার বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার সামনে উপস্থিত হয়ে প্রতিবাদ-প্রতিরোধ অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
 
শ্রদ্ধা নিবেদন করতে আসা নিহত ও আহত শ্রমিকদের স্বজনরা বলেন,  রানা প্লাজা দুর্ঘটনায় জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করতে হবে। নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, ও তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করতে হবে বলেও সরকারের প্রতি আহবান জানান তারা। 
 
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, দীর্ঘ আট বছরেও ন্যায় বিচার পায়নি আমরা। এ দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহতদের আত্মীয় স্বজন মানবতার জীবন যাপন করছে। নামেমাত্র ক্ষতিপূরণ দেওয়া হয়েছে শ্রমিকদেরকে। রানা প্লাজা দুর্ঘটনায় জড়িত রানা সহ প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই নেত্রী। 
 
রানা প্লাজা ট্র‍্যাজিডির ৮ বছর পূর্তি উপলক্ষে সকাল থেকেই ধ্বংসস্তূপ রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অস্থায়ী বেদীতে অল্প সময় অবস্থান করতে দেওয়া হচ্ছে শ্রদ্ধা জানাতে আসা শ্রমিক ও স্বজনদের।
 
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন নয় তলা বিশিষ্ট রানা প্লাজা ভবন  ধ্বসে পড়ে। ভবনটির ৩য় তলা থেকে ৯ম তলা পর্যন্ত পাঁচটি কারখানায় কাজ করতো প্রায় চার হাজার পোশাক শ্রমিক। এ দুর্ঘটনার এক হাজার ১৩৬ জন নিহিত হয়। আর আহত হয় অসংখ্য শ্রমিক। যাদের অনেকেই এখন মানবতার জীবন যাপন করছেন। 
 
রানা প্লাজা ট্র‍্যাজিডির পরের দিনই সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার পাঁচদিন পর যশোরের বেনাপোল সীমান্ত থেকে রানাকে গ্রেফতার করা হয়।  তারপর থেকেই কারাগারে রয়েছে সোহেল রানা।

আপনার মূল্যবান মতামত দিন:


  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
  1. নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
    নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
  1. শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
    শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
  1. নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা
    নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা