পূজামণ্ডপে হামলা ও হিন্দু বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি | ১৮ অক্টোবর ২০২১, ১৯:৪১

ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা ও হিন্দু বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে অবিলম্বে হামলা বন্ধ করা, আর কোন হামলা যেনো না হয় এবং যেসব মন্দির -উপাসনালয় ও বাড়িতে হামলা হয়েছে তা সংস্কার ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রতিবাদী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন।

অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলা মোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদী শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে তাঁরা বলছেন, ‘সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে’, ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো' তুমি কে? আমি কে? বাঙালি বাঙালি ' দুনিয়ার হিন্দু, এক হও হও' বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই ' দুনিয়ার হিন্দু, এক হও এক হও' 'একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার 'ইত্যাদি।

উল্লেখ্য, কুমিল্লার ঘটনার জের ধরে এবারের দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলা হয়েছে। সংঘর্ষে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে।


আপনার মূল্যবান মতামত দিন: