চিরদিনই বিএনপি নিজে দোষ অন্যের ওপর দোষ চাপায় : সেতুমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৬ অক্টোবর ২০২১, ২৩:৩৮

ছবিঃ সংগৃহীত

চিরদিনই বিএনপি নিজে দোষ করে অন্যের ওপর দোষ চাপিয়ে দেয়। সর্বশেষ কুমিল্লার ঘটনাটি তারই প্রমাণ। বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কিন্তু বিএনপির তা সহ্য হয় না। 

শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, কুমিল্লার পূজামণ্ডপে প্রতিমার ওপর পরিকল্পিতভাবে পবিত্র কোরআন শরীফ রেখে সম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করেছে। বিএনপি বাংলাদেশের সাম্প্রদায়িকতার নির্ভরযোগ্য ঠিকানা। 

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা নিয়ে তিনি বলেন, স্বপ্নের প্রথম পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। প্রথম পদ্মা সেতুর উদ্বোধনের পরই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে হতে পারে দ্বিতীয় পদ্মা সেতু। যদি কোনো কারণে পদ্মা সেতু নির্মাণ করতে টেকনিক্যাল কোনো সমস্যা হয় তাহলে তৈরি করা হবে টানেল। 



আপনার মূল্যবান মতামত দিন: