বনানী কবরস্থানে চিরশায়িত ড. ইনামুল হক

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ০১:৫৩

ছবিঃ সংগৃহীত

কিংবদন্তি অভিনেতা ড. ইনামুল হকের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়েছে। 

শ্রদ্ধা জানানোর জন্য ড. ইনামুল হকের মরদেহ নেওয়া হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। 

সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গুণী এই অভিনেতার মরদেহ নিয়ে এলে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন।

গুণী এই অভিনেতাকে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ, অভিনেত্রী শাহনাজ খুশি, তানজিকা, নাতাশা হায়াত, মোমেনা চৌধুরী, বৃন্দাবন দাস, মীর সাব্বির, নির্মাতা অরণ্য আনোয়ারসহ অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন: