জুন মাসের আগে পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করা হবে

সময় ট্রিবিউন | ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

ছবিঃ সংগৃহীত

আগামী বছরের জুন মাসের আগে পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের আয়োজনে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ পদ্মা নদীর পাড় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও পবিত্র কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাবার বিচক্ষণতা দিয়ে আজকে বাংলার কোটি কোটি মানুষের মন জয় করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্ব, সততা ও বীরত্বের গুণে বাংলার ১৭ কোটি মানুষের নির্ভরযোগ্য আস্থা অর্জন করেছেন। পদ্মার পাড়ের টুঙ্গিপাড়ায় জন্ম বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্মও সেখানে। শেখ হাসিনা নিজেই একটা ইতিহাস। 



আপনার মূল্যবান মতামত দিন: